Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

খালিদ কারাগাে

ইনকিলাব ডেস্ক : মুসলিম ছাত্রনেতা উমর খালিদকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সংগঠনগুলো বলছে, উমর খালিদ হিন্দুত্ববাদী রাজনীতির শিকার হয়েছেন। এর আগেও ২০১৬ সালে উমর খালিদকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ১০ দিনের পুলিশি হেফাজতের পর দেশদ্রোহিতা আইনের আওতায় গ্রেফতার হওয়া দিল্লির জওহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ছাত্রনেতা উমর খালিদকে ১৪ দিনের বিচার বিভাগীয় বা জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ভারতীয় আদালত। পুবের কলম।


মেক্সিকোয় নিহত ৬
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের পার্বত্য অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মমন্ডলীয় এক ঝড়ে সৃষ্ট এ বন্যা ও ভূমিধ্বসে আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া কয়েক হাজার মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। দেশটির নাগরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ছয়জনের
মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। চিয়াপাস প্রদেশের পার্বত্য অঞ্চলে ভূমিধসে তাদের বাড়ি মাটির স্তূপের নিচে চাপা পড়লে তারা নিহত হয়। বাকি দুজন মারা গেছে তাবাসকো রাজ্যে। এএফপি।


আফগানিস্তানে নিহত ৯
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে দু’টি পৃথক বোমা বিস্ফোরণে ৯ বেসামরিক নাগরিক নিহত এবং অপর দুই ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন আত্মঘাতি বোমা হামলাকারীও রয়েছে। এছাড়া আরো ৫ জন আহত হয়েছেন। বুধবার আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব বিস্ফোরণ ঘটানো হয়। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের প‚র্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলার খিশা চেনায় স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে তালেবান জঙ্গিদের উন্নত বিস্ফোরক ডিভাইসের (আইইডি) সংস্পর্শে আসার পর একটি গাড়ি বিস্ফোরণ হয়। এতে এক নারীসহ ৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। সিনহুয়া।


মনিপুরে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : উত্তর-পূর্ব ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত ৩টা ৩২ মিনিটে উখরুল জেলায় এই ভূকম্পন অনুভ‚ত হয়। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। গভীর রাতে ভূমিকম্পের সময় মানুষ ঘুমিয়ে ছিল। কম্পন টের পেয়ে অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বের হয়। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া
যায়নি। এএনআই।


৫৫০ মিলিয়ন
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের রানীর অঢেল ধন-সম্পদের কথা সর্বজনবিদিত। এগুলোর মধ্যে রয়েছে ১৭টি শপিং সেন্টার ও বিনোদনকেন্দ্র। দেশটির রাজকীয় সম্পত্তির দেখভাল করা প্রতিষ্ঠান ক্রাউন এস্টেটস গত ১৮ সেপ্টেম্বর জানিয়েছে, সা¤প্রতিক সময়ে তাদের আর্থিক ম‚ল্য কমে গেছে প্রায় ১৭ শতাংশ, যার ফলে ৫৫২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড সমমানের সম্পদ হারিয়েছেন ব্রিটিশ রানী। ১৩ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড সম্পত্তির মালিক ব্রিটেনের রানীর কাছে কয়েক মিলিয়ন হারানো হয়তো বড় কিছু নয়; কিন্তু বাজার পরিস্থিতি চিন্তা করলে এর ফলাফল ভয়াবহ। দ্য ইকোনমিস্ট।


স্বর্ণের খনিতে
ইনকিলাব ডেস্ক : ইরানের একটি বড় এবং গুরুত্বপূর্ণ স্বর্ণের খনি থেকে চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে শতকরা ১৬ ভাগ উৎপাদন বেড়েছে। ইরান সরকারের ধাতু এবং খনি বিষয়ক কোম্পানি আইএমআইডিআর এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মাউতে খনি থেকে গত ছয় মাসে ১৬২ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়েছে। এ সময়ে ওই খনি থেকে ১৪০ কেজি সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কোম্পানির প্রধান আলী রেজা তালারি জানান, মাউতে খনি থেকে
চলতি বছরে ৩০০ কেজি স্বর্ণ উৎপাদন করা সম্ভব হবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। ইরনা।


সিঙ্গাপুরে নতুন নিয়ম
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়মের পরিকল্পনা করেছে সিঙ্গাপুর। এখন থেকে দেশটিতে কেউ প্রবেশ করলে ১৪ দিনে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে থাকছে ভিন্ন নিয়ম। দেশটির যোগাযোগমন্ত্রী অং ইয়ে কুং মঙ্গলবার বলেছেন, নতুন এই ধরনের পদক্ষেপের জন্য এখানে ভ্রমণকারীদের জন্য কঠোর এবং বারংবার পরীক্ষার প্রোটোকল, তাদের গতিবিধির ওপর নজরদারি এবং তাদের অন্য কমিউনিটি থেকে আলাদা করা এসব অন্তর্ভুক্ত থাকতে পারে। এক বিবৃতিতে তিনি বলেন, বিমান চলাচলের কেন্দ্র হিসাবে সিঙ্গাপুরের অবস্থান এবং এর অধিকতর বিমান সংযোগ অর্থনীতির জন্য অপরিহার্য। টিএনপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ