প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্দ্যোক্তা তৈরি করে নারীদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করে। গত ৫ অক্টোবর বাংলামটরের একটি রেস্টুরেন্ট ফাইনাল রাউন্ড-এর আয়োজন করে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। গত ফেব্রæয়ারিতে মিস আর্থ বাংলাদেশ ২০২০ এর যাত্রা শুরু হয়। মিস আর্থ বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন। অনলাইনে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। করোনার কারনে এই প্রতিযোগিতার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। তারপর অনলাইনের মাধ্যমে এই সুন্দরী প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। এর নেপথ্যে মূল দায়িত্ব পালন করেন চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন। মিস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীর মুকুটধারী হতে হলে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার হতে হয়। এই বছরই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টরের বিশেষ অনুরোধে ৫ দশমিক ৩ ইঞ্চি উচ্চতা স¤পন্ন মেয়েকে প্রতিযোগী হিসেবে গ্রহন করেছে। এর পূর্বে উচ্চতা যাচাই করে দেশে ফেরত পাঠানোর নজির রয়েছে। বিজয়ী মেঘনা আলম দেশে এবং বিদেশে বিভিন্ন স্থানে লীডারশীপ ট্রেইনিং করেছেন। যার কারনে তার উচ্চতা কম হলেও দেশের পরিবেশ বাচানোর আন্দোলনে মেঘনা আলম যুক্ত থাকতে চান। এছাড়াও অন্যান্য টাইটেল যারা পেয়েছেন তারা হলেন মিস এয়ার বাংলাদেশ হলেন চামেলি আকতার, যিনি তার ক্রিয়েটিভিটি দিয়ে এগিয়ে গেছেন, তিনি তেজগাও কলেজে ইংরেজি বিভাগে অনার্স করছেন। মিস ফায়ার বাংলাদেশ হলেন ছন্দা কাজি। মিস ওয়াটার বাংলাদেশ ইয়াসমিন মুশতারি বাধন। উল্লেখ্য, মিস আর্থ বাংলাদেশ ২০২১ এর রেজিস্ট্রেশন ২০২০ এর নভেম্বরের ১ তারিখ শুরু হবে। ফেব্রæয়ারি ২০২১-এ রেজিস্ট্রেশন শেষ হবে। যারা এই বছর অংশগ্রহন করতে পারেননি বা বিজয়ী হতে পারেননি তারাও পরের বছর অংশগ্রহন করতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।