Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চোরাচালানের তালিকায় এবার বিট লবণ

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

পাঁচবিবি সীমান্তে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চোরাচালান। জিরা, শাড়ি, ফেনসিডিল, সাইকেল, বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি এবার যোগ হয়েছে ভারতীয় বিট লবণ। পাঁচবিবি সীমান্তের কয়া কোম্পানি হেড কোয়ার্টারের অধীন চেঁচড়া সীমান্ত উন্মুক্ত। প্রতিদিন শত শত চোরাচালানী ভারতে প্রবেশ করে অবৈধ ভারতীয় পণ্য নিয়ে দেশে প্রবেশ করছে। বিভিন্ন পণ্যের পাশাপাশি এবার সবচেয়ে বেশি আনছে ভারতীয় বিট লবণ। এসব চোরাচালানী পণ্য সাইকেল ভ্যানযোগে এনে সীমান্ত থেকে অর্ধ কিলোমিটার দূরে রতনপুর নামক স্থানে প্রতি রাতে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করছে। এ কাজে সহায়তা করছেন কিছু অসাধু বিজিবি সদস্য ও তথাকথিত লাইনম্যান। এরা বিজিবির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। দেশ জাতির ক্ষতি হলেও আঙুল ফুলে কলাগাছ হচ্ছে লাইনম্যান আর অসাধু বিজিবি সদস্যরা। এ বিষয়ে কয়া কোম্পানি কমান্ডার সুবেদার দেলুুয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, চোরাচালান হচ্ছে এ কথা সত্য নয়। যদি কোনো বিজিবি সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোরাচালানের তালিকায় এবার বিট লবণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ