Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের পর এবার সোচ্চার হলেন রানা-ইমনরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৬:৫৬ পিএম

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আগেরদিন সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার সাকিবের সুরেই কথা বললেন জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু। নোয়াখালীর বেগমগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া এক নারীর প্রতি সহিংস ঘটনায় এখন তোলপাড় সারদেশ। সেখানে এক নারীকে নির্যাতনের পর বিবস্ত্র করে ছবি তুলে ও ভিডিও চিত্র ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এই ঘটনায় জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন,‘দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার হার। প্রতিদিনই ঘটছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। সবার মতো আমিও এ নিয়ে শঙ্কিত। নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এখনই সময় রুখে দাঁড়ানোর।’ এ জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি লিখেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এমন ঘৃণিত অপরাধ দমন করা সম্ভব। আসুন সবাই মিলে রুখে দাঁড়াই, নারী ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করি।’

জাতীয় দলের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু লিখেছেন, ‘সমাজে এক শ্রেণির বর্বরোচিত মানুষ বিরাজ করছে, যারা ধর্ম-বর্ণ নির্বিশেষে শিশু ও নারীদের প্রতি প্রতিনিয়তই জঘন্য অত্যাচার করছে, তা দেখে আমি আর চুপ থাকতে পারি না। আমি এসব ঘৃণিত ও অমানবিক নির্যাতনের বিরুদ্ধে অবস্থান করছি।’ ইমন সবাইকে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরো লিখেন, ‘এই দুঃসময়ে সমাজের সর্বস্তরের মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়, ঘৃণিত অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আসুন সবাই মিলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ