রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার কালীশংকরপুর ও শ্রীফলতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত ২০টি বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রথমে শ্রীফলতলা গ্রামে পরে কালীশংকরপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ও আরোজ আলীর সমর্তকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।এ সময় ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শহিদুল ইসলাম, মশিউর রহমান, হাফিজার রহমান, ইউসুফ ও মোক্তার বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, সামান্য পাট পচানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।