Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অটোর ছাই ও বর্জ্যে পরিবেশ দূষণ, জনদুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামে প্রতিষ্ঠিত মেসার্স চৌধুরী অটো রাইস মিলের দূষিত বর্জ্য, ছাই, তুষ, দুর্গন্ধযুক্ত পানি ও মেশিনের বিকট শব্দে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়ায় মিলের আশপাশের লোকজনের বাড়িঘরে বসবাসের পরিবেশ অযোগ্য হয়ে পড়েছে। এতে করে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। শিশু, বয়োবৃদ্ধরা আক্রান্ত হচ্ছে চোখের সমস্যা ও কাশিসহ শ্বাসকষ্টজনিত নানা রোগে। পাশাপাশি মাটির উর্বরা শক্তি বিনষ্ট হয়ে জমির ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। তাছাড়া দিনরাত ২৪ ঘণ্টা অটো মেশিনের বিকট শব্দে এলাকার শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটছে। মানুষ রাতে ঘুমাতে পারছে না। ভুক্তভোগী তোতা মিয়া, রফিকুল ইসলাম, কালাম বেগ, মৎস্য চাষী ছিদ্দিকুর রহমান জানান, এলাকার মানুষের জনদুর্ভোগের ব্যাপারে ওই মিল কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় আশপাশের লোকজনের বাড়িঘর ছাড়ার উপক্রম হয়েছে। এছাড়া ২০ গজ দূরে একটি মসজিদ ও একটি মাদ্রাসা থাকায় মুসল্লীদের নামাজ আদায় এবং শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমন একটি জনবহুল স্থানে পরিবেশ অধিদপ্তর কিভাবে ছাড়পত্র দিয়েছে তা সচেতন মহলের প্রশ্ন। এ ব্যাপারে মেসার্স চোধুরী অটো রাইস মিলের পরিচালক আঞ্জুমান আরা বেগমকে জিজ্ঞেস করলে তিনি জানান, মিলের ছাইয়ের হাউজ ভেঙে যাওয়ায় বেশ কয়েকদিন ধরে উক্ত সমস্যার সৃষ্টি হয়েছে। খুব দ্রুত এই হাউজ মেরামত করা হবে। ভুক্তভোগী এলাকাবাসী জানিয়েছেন, মিল চালুর পর থেকেই মিলের বর্জ্য এলাকার পরিবেশ মারাত্মভাবে বিঘিœত করছে। তারা উদ্ভূদ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোর ছাই ও বর্জ্যে পরিবেশ দূষণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ