Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ দিনের ভার্চুয়াল জি-২০ ইন্টারফেইথ ফোরাম শুরু ১৩ অক্টোবর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

জি-২০ ইন্টারফেইথ ফোরাম আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সউদী আরবের রাজধানী রিয়াদ থেকে সরাসরি সম্প্রচারিত ফোরামে ৫শ’রও বেশি বিশ্বনেতা এবং বিভিন্ন ধর্ম এবং বিশ্বনীতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। ফোরামে করোনাভাইরাস মহামারি, আবহাওয়া পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, হেট স্পিচ এবং বর্ণবাদ নিয়ে আলোচনা করা হবে। জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক সংলাপ কেন্দ্র (কেএআইসিআইআইডি), ইসলামিক সহযোগিতা সংস্থা, মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরাও এ অনুষ্ঠানে অংশ নেবেন।
ফোরাম ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিনিধিদের সম্মিলিত সহযোগিতায় বিশ্বব্যাপী সমাধান অনুসন্ধান করবে। এটি বিশ্বের রাজনৈতিক নেতাদের আহ্বান জানাচ্ছে যাতে সংহতি, সহাবস্থান এবং সম্মানের মূল্যবোধগুলো প্রচারে নীতিনির্ধারণী প্রক্রিয়াতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়।
পাঁচ দিনের ইভেন্টটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং www.G20Interfaith.live-এ লাইভ সম্প্রচার হবে। সূত্র : সউদী গেজেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ