মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশ পুলিশ গলাধাক্কা দিয়েছিল। গতকাল মঙ্গলবার তিনি পঞ্জাবে সেই প্রসঙ্গ তুললেন। রাহুল বুঝিয়ে দিলেন, যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের ওই আচরণ তিনি ধর্তব্যের মধ্যেই আনছেন না।
রাহুলের কথায়, ‘যদি আমাকে ধাক্কা দেওয়া হয় তাতে কী-ই বা হয়েছে। আমাদের কাজ দেশকে রক্ষা করা।’ পঞ্জাবের মোগায় গত রোববার শুরু হওয়া ‘খেতি বাঁচাও যাত্রা’ নামে তিন দিনের ‘ট্রাক্টর র্যালি’তে অংশ নিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এ দিনই ছিল কর্মসূচির সমাপ্তি।
ট্রাক্টর সওয়ারি রাহুল বলেন, ‘ওই সরকার (কেন্দ্র) গোটা দেশের মানুষকেই ধাক্কা দিয়ে কোণঠাসা করে দিয়েছে। তাই আমাকে ধাক্কা দেওয়া হয়েছে কি না, সেটা কোনও বড় বিষয় নয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন হাথরস-কান্ড নিয়ে একটি কথা বলেননি? সে প্রশ্নও তুলেছেন রাহুল।
শুধু রাহুল নন, গত শনিবার ফের হাথরসে যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশের নিগ্রহের শিকার হন তার বোন প্রিয়ঙ্কা গান্ধীও। তার পরনের জামা ধরে টেনে বাধা দেওয়ার চেষ্টা করেন এক পুরুষ পুলিশকর্মী! কিন্তু এই রাহুল জানিয়েছেন, ব্যক্তিগত প্রসঙ্গ নয় তার নজর বৃহত্তর সমস্যার নিরসনে। তার অভিযোগ, সংসদে মোদি সরকারের পাশ করা তিনটি কৃষি বিল কৃষকদের সর্বস্বান্ত করবে। তাই ওই ‘কালা কানুন’ বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে কংগ্রেস। সূত্র : এনডিটিভি/দ্য উইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।