Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিমনের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী মো. তৌফিকুল ইসলাম হিমন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন। হিমনের ক্লাসমিটরা জানান, লিভার সমস্যা ধরা পড়ার গত মে মাসে তাকে ভারতের চেন্নাই গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন থাকার পর হাসপাতালের ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা করে জানান, তার লিভার পরিবর্তন করতে হবে, এতে ১ কোটি টাকার প্রয়োজন। পরে হিমনকে দেশে নিয়ে আসা হয়। গত ১২ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। গাইবান্ধা জেলার সদর থানার থানাপাড়া এলাকায় দরিদ্র মুদি ব্যবসায়ী হিমনের বাবার পক্ষে ১ কোটি টাকা জোগার করা কিছুতই সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের সহৃদয়বান, দানশীল, বিত্তবানদের আন্তরিক আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. তৌফিকুল ইসলাম হিমন,
হিসাব নং-২৫৫১৫১৬৬৭৯
ডাচ্-বাংলা ব্যাংক লি., পান্থপথ শাখা, ঢাকা।
অথবা
মো. তৌফিকুল ইসলাম হিমন
হিসাব নং-০২০০০০৮৮৮৫৬৪৪
অগ্রণী ব্যাংক লি., জাবি শাখা, সাভার, ঢাকা।
মোবাইল : ০১৭১১৪১৩৭৪৬ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিমনের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ