প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-খ্যাত তারকা সালমা এখন গান, পড়াশোনা ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ঈদে তার একক অ্যালবাম প্রকাশিত হবে। তার সাম্প্রতিক ব্যস্ততা ও গান প্রসঙ্গে বিভিন্ন কথা হয়। নতুন অ্যালবাম প্রসঙ্গে সালমা বলেন, ঈদুল আজহায় অ্যালবামটি প্রকাশ করতে পরব বলে আশা করছি। অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। নাম ‘দরদ’। গত ঈদে তার গাওয়া পরানের বন্ধু গানটির সিঙ্গেল ট্র্যাক বের হয়। গানের সিঙ্গেল ট্র্যাক প্রকাশ প্রসঙ্গে সালমা বলেন, এতে আমি কোনো সমস্যা দেখছি না। একটি বা দুটি হোক গান তো শ্রোতারা পাচ্ছে। বর্তমানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশেও অনেক অনেক গান হচ্ছে। এখন সবাই গান করছে। গীতিকার, সুরকার থেকে শুরু করে সঙ্গীত পরিচালকরাও গান নিয়ে ব্যস্ত। এটা আশার দিক। আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছরই কিছু না কিছু ভাল গান আমরা পাচ্ছি। গান এগিয়ে যাচ্ছে। পাঁচ-দশ বছর আগে অনেক কিছুই ভাবতে পারতাম না। এখন প্রযুক্তির কারণে বিশ্ব আমাদের হাতের মুঠোয়। উন্নত দেশগুলোকে ফলো করা হচ্ছে। অনেকেই এখন চিন্তা করছেন দশটা গান করতে প্রায় পাঁচ-সাত লাখ টাকা লেগে যায়। এত টাকা খরচ করে সবগুলো গান প্রমোট করা সম্ভব নয়। তার চেয়ে একটা গান করে সেটাকে যদি জনপ্রিয় করে তোলা যায়, তবে সেটা খুবই ভালো। আমি এটাকে পজেটিভভাবেই দেখি। স্টেজ শো নিয়ে তিনি বলেন, এখন পড়াশোন নিয়ে ব্যস্ত সময় কাটছে। আমি এলএলবি পড়ছি। এই বছরে টানা অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে দুটি মিউজিক ভিডিও এসেছে। কয়েকটি মিশ্র অ্যালবামে গেয়েছি। একক অ্যালবাম এসেছে। কোরবানির ঈদেও অ্যালবাম আসছে। এতো কাজের মাঝে স্টেজে সময় দেয়া খুব কষ্টকর। তাই আপাতত বিরতি নিয়েছি। ফোক গানের ফিউশন নিয়ে তিনি বলেন, অত্যাধুনিকভাবে ফিউশন করা যেতেই পারে। আমি মনে করি, গানের সুরটাকে পরিবর্তন করা উচিত না। আমাদের মূলধারা, ভিত্তি ঠিক রাখতে হবে। আদি সুর যদি পরিবর্তনই হয়ে যায় তাহলে নতুন গান করাই ভাল। আগের গানগুলো যদি নতুন করে উপস্থাপন করা হয়, তবে আসল শিল্পীর মত গাইতে না পারলেও তাদের চেয়ে খারাপ করা যাবে না। এটা করলে দেশীয় সংস্কৃতিতে বাজে প্রভাব পড়বে। সুরটা ঠিক রেখে নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সালমা বলেন, সারাজীবন গান গাইতে চাই। শ্রোতাদের অনেক ভাল ভাল গান উপহার দিতে চাই। গান দিয়ে দেশের সেবা করতে চাই। সারাবিশ্বের কাছে নিজের দেশকে উপস্থাপন করতে চাই। শিল্পীর কাছে গান একটি বিশাল অস্ত্র। আমি গাইতে পারি। এটা আমার অনেক বড় একটা পাওয়া। গান দিয়ে অতি সহজেই অজস্র মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায়। একটি মিউজিক ইনস্টিটিউট করার স্বপ্ন ছিল আমার শ্বশুরের। তার সেই স্বপ্ন পূরণের চেষ্টা করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।