Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ রিয়াদে জি-২০ পর্যটনমন্ত্রীদের বৈঠক

পুনরুদ্ধার পরিকল্পনা আলোচনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন খাতের পুনরুদ্ধারের লক্ষ্যে জি-২০ পর্যটন মন্ত্রীরা আজ সউদী জি-২০ প্রেসিডেন্সির অধীনে একটি মন্ত্রি পর্যায়ের বৈঠকে মিলিত হচ্ছেন। সউদী প্রেস এজেন্সি গতকাল একথা জানিয়েছে।

মন্ত্রীরা পর্যটন সঙ্কটের পরে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার পরিচালনার সম্ভাবনা অনুধাবন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে এ খাতের অবদানকে সর্বাধিকতর করে তোলা এবং এ খাতকে একটি গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল শিল্প হিসাবে আরও উন্নত করার লক্ষ্যে কর্মকান্ডের রূপরেখা প্রণয়ন করবেন। সউদী পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব তার ফলাফল উপস্থাপনের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলন করবেন। সূত্র : সউদী গেজেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ