প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দুই বাংলার তারকাদের নিয়ে প্রকাশিত হয়েছে মিশ্র অ্যালবাম ছায়াশরীরী। অ্যালবামের সবকটি গানের সুর করেছেন জিয়া খান। সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ড’র পাভেল আরিন। বাংলাদেশ ও ভারতের ৭ জন জনপ্রিয় শিল্পী প্রত্যেকে একটি করে গান গেয়েছেন এই অ্যালবামে। শিল্পীরা হলেন আইয়ুব বাচ্চু, বালাম, তপু, কোনাল, জিয়া খান এবং ভারতের রুপম ইসলাম ও রাঘব চ্যাটার্জী। অ্যালবামের গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, এম.এস. রানা, রবিউল ইসলাম জীবন, মোস্তফা কামাল লোটন, জিয়া খান প্রমুখ। জিয়া খান বলেন, আমার দীর্ঘ ২ যুগের মিউজিক ক্যারিয়ারের এই ড্রিমপ্রজেক্ট নিয়ে গত ৩ বছর ধরে অনেক খেটেছি। অনেক কষ্টের ফসল এই অ্যালবামটি। দুদেশের এত বড় বড় তারকাদের এক করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। বাচ্চুভাই দীর্ঘ ১০ বছর পর আমার সুরে এই মিক্সড অ্যালবামে প্রথম গান করলেন। আমার মনে হচ্ছে সব কষ্ট স্বার্থক হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।