মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনেজুয়েলা ব্যাংক অব ইংল্যান্ডের ভল্ট থেকে ৮’শ মিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণ ফেরত পাবে।যুক্তরাষ্ট্রের অবরোধের মিত্র দেশ হিসেবে ব্রিটেন সাড়া দিয়ে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রাখা এ স্বর্ণ ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জাতিসংঘের মধ্যস্ততায় এ স্বর্ণ ফিরে পেলে তা বিক্রি করে খাদ্য ও কোভিড চিকিৎসায় তা ব্যয় করার শর্তে রাজি হয় ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এ অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে।
এতে দেশটিতে তেল সংকট ছাড়াও অর্থনৈতিক সংকটও কঠিন হচ্ছে। ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ হলেও দেশটির তেল পরিশোধানাগার দীর্ঘদিন ধরে সংস্কার করা সম্ভব হচ্ছে না মার্কিন নিষেধাজ্ঞার কারণে। ইরান ভেনেজুয়েলায় তেল রফতানি করলেও তাতেও বাধ সাধছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রাখা স্বর্ণ ভেনেজুয়েলা বিক্রির উদ্যোগ নিলে তাতে ব্যাংকটির কর্মকর্তারা বাধা দেন। এ নিয়ে বিতর্ক শেষ পর্যন্ত আদালতে গড়ায়। এও অভিযোগ তোলা হয় ৫৭ বছরের মাদুরো ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন এবং যে নির্বাচনে অধিকাংশ বিরোধীদল নির্বাচন বয়কট করে। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হিসেবে জুয়ান গুয়াইদোকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবেও স্বীকৃতি দেয়। গুয়াইদো অভিযোগ তোলেন প্রেসিডেন্ট মাদুরো ব্যাংক অব ইংল্যান্ডের ভল্ট থেকে স্বর্ণ চুরি করতে চাচ্ছেন। কিন্তু সোমবার ইংল্যান্ড এন্ড ওয়েলস কোর্ট রায় দেয় ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে ভেনেজুয়েলার রাখা স্বর্ণ আটকে রাখা আইনসিদ্ধ নয়। আদালত এ স্বর্ণ ভেনেজুয়েলাকে ফেরত দেয়ার নির্দেশ দেয়। আদালত এও বলেন, সরকারিভাবে জুয়ান গুয়াইদোকে ব্রিটেন ভেনেজুয়েলার নেতা হিসেবে স্বীকৃতি দিলে তবেই এ স্বর্ণ আটকে রাখাতে পারে ব্যাংক অব ইংল্যান্ড। প্রেসিডেন্ট মাদুরোর আইনজীবী সরোস জাইওয়ালা বলেন, স্বর্ণ ছাড় দেয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট খুবই খুশি। আদালত এ রায় দিয়েছে নিঃশর্তভাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।