Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৭:৫৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সদস্য এবং দেশের বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ স্ত্রী জেবুন্নেসা হারুণসহ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন তারা।

গত ১ অক্টোবর বাফুফের নির্বাচনের দিন হারুনের স্ত্রী করোনা পজিটিভ হয়েছিলেন। ৫ অক্টোবর হারুনুর রশীদ নিজের করোনা ( কোভিড-১৯) পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার ফলাফল হাতে পেয়ে জানেন তার করোনা পজিটিভ। এদিন দুইজনই হাসপাতালে ভর্তি হন।

হারুনুর রশীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাসপাতাল থেকে তিনি বলেন, ‘বাফুফে নির্বাচনের দিন আমি সন্ধ্যার পরই বাসায় ফিরে আসি। কারণ, আমার স্ত্রী করোনা আক্রান্ত ছিলেন। আমার মধ্যে উপসর্গ দেখা দিলে সোমবার পরীক্ষা করিয়েছি। আজ (মঙ্গলবার) ফলাফল হাতে পেয়ে জেনেছি আমি পজিটিভ। বাসায় আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই। তাই হাসপাতালে ভর্তি হয়েছি। আমার উপসর্গের মধ্যে হালাকা জ্বর। তবে আমার স্ত্রীর জ্বর উঠলে অস্থীর হয়ে উঠেন। সবার কাছে অনুরোধ করছি আমাদের জন্য দোয়া করতে।’

হারুনুর রশীদ বাংলাদেশের তারকা ক্রীড়া সংগঠক। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। হারুন ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে পরিচালক। তিনবার বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সদ্য সমাপ্ত নির্বাচনে টানা চতুর্থবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন এই বর্ষীয়ান ক্রীড়া সংগঠক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ