Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যামাজন কর্মীরা বিক্ষোভ করলো জেফ বেজোসের বাড়ির সামনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৭:৫০ পিএম

জেফ বেজোসের বাড়ির সামনে অ্যামাজন কর্মীরা বিক্ষোভ করেছে।কোভিডে অ্যামাজন মালিক জেফ বেজোস কম করে হলেও ২’শ বিলিয়ন ডলার উপার্জন করেছেন। কিন্তু লকডাউনের সময় তার অনলাইন ব্যবসার কর্মীরা পণ্য সরবরাহ ঠিক রাখতে যেয়ে কোভিডে আক্রান্ত হয়ে পড়েন। এদের সংখ্যা ২০ হাজার। -দি সান

বেভারলি হিলসে বেজোসের ১৬৫ মিলিয়ন ডলার মূল্যের বাড়ির সামনে অ্যামাজন কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি কোভিডে আক্রান্তদের দায়িত্ব বেজোসকে নিতে হবে। শ্রম ও পরিবেশবাদী কর্মীরাও ওই বিক্ষোভে অংশ নেন। তারা বলেন এই কোভিডের সময় অ্যামাজন কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এপর্যন্ত অন্তত ১০ অ্যামাজন কর্মী কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে। মিস্টার স্মলস অ্যামাজনে কাজ করছেন গত ৫ বছর। তিনি বলেন, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও বেতনের অভাব নিয়ে কথা বলায় গত মার্চে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু অ্যামাজন কর্তৃপক্ষ বলছে স্মলসকে বরখাস্ত করা হয় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় না রাখার জন্যে।

বিক্ষোভরত অ্যামাজন কর্মীরা ঘন্টায় ৩০ ডলার পারিশ্রমিক দাবি করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা চান। তারা বলেন চাকরি হারানোর ভয় থাকলেও তারা সবার স্বার্থেই এ বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিল থেকে আরেক অ্যামাজন কর্মীরা বলেন আমাদের দাবি মেনে নেয়া জেফ বেজোসের জন্যে সামান্য ব্যাপার। তিনি সেকেণ্ডে ৪ হাজার ডলার আয় করেন। বেজোসের বাড়ি সামনে মিছিল করে যাবার সময় অ্যামাজন কর্মীরা স্লোগান দেয়, ‘বেজোস তোমার লোভ আমাদের হত্যা করছে’ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ