Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিশাল বাসস্ট্যান্ডে বাড়ছে আবর্জনার স্তুপ দুর্গন্ধে ছাত্রছাত্রী ও পথচারীদের নাভিশ্বাস

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় কলেজ মার্কেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ক্রমেই বড় আকার ধারণ করছে ময়লার আবর্জনার স্তূপ। নজরুল কলেজ মার্কেটের ময়লাগুলো প্রতিনিয়ত ফেলা হচ্ছে কিন্তু পরিষ্কার না করায় উৎকট দুর্গন্ধের কারণে বাসস্ট্যান্ড এলাকায় চলা দায় হয়ে পড়েছে জনসাধারণের। পৌর মেয়রের অভিযোগ কলেজ মার্কেট থেকে পৌর সভার খাজনা দিচ্ছে না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত ত্রিশালে কবির নামে প্রতিষ্ঠিত হয়েছে নজরুল ডিগ্রী কলেজ। আর এই কলেজ মার্কেটের সামনে দরিরামপুর বাসস্ট্যান্ড ফুটওভারের নিচে থেকে কলেজ গেট পর্যন্ত মহাসড়কের উপর গড়ে ওঠেছে বিশাল ময়লার স্তূপ। ময়লা সরানোর কোন উদ্যোগ না থাকায় প্রতিনিয়ত ময়লার আবর্জনার স্তূপ বড় হচ্ছে পৌর শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটিতে। রোদে পুরে বৃষ্টিতে ভিজে ময়লা-আবর্জনার স্তূপ থেকে সৃষ্টি হওয়া অসহ্যকর দুর্গন্ধে বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। দুর্গন্ধে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পৌর কর্তৃপক্ষের অভিযোগ কলেজ মার্কেটের ইজারাদার পৌরসভার খাজনা দিচ্ছেনা। বর্তমানে প্রথম শ্রেণীতে উন্নতি করা হলেও এখনো পৌর শহরে ময়লা-আবর্জনা ফেলার জন্য কোন নির্দিষ্ট স্থান বা কোন ডাস্টবিন নেই। বাজার কমিটির আহ্বায়ক মোঃ আঃ মজিদ জানান, কলেজ মার্কেট কোন টেক্স দিচ্ছে না তাই ময়লা-পরিষ্কার হচ্ছে না। সাপ্তাহে দোকান প্রতি ১০ টাকা করে নির্ধারণ করলেও পৌর কর্তৃপক্ষ বলছে আরো বাড়ানোর জন্য। নজরুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, পৌর মেয়র ও বাজার কমিটির আহ্বায়কে নিয়ে সপ্তাহে কলেজ মার্কেটের দোকান প্রতি ১০ টাকা খাজনা নির্ধারণ করলেও টোল আদায়কারী ২০ টাকা দাবি করছে। এ ব্যাপারে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান জানান, কলেজ মার্কেটের ইজারাদার পৌরসভার খাজনা না দেওয়ার কারণে ময়লা পরিষ্কার করা হচ্ছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন এর কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পৌর মেয়রকে ময়লা পরিষ্কারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করলে তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের ব্যবস্থা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রিশাল বাসস্ট্যান্ডে বাড়ছে আবর্জনার স্তুপ দুর্গন্ধে ছাত্রছাত্রী ও পথচারীদের নাভিশ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ