রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেন্দুয়া (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন চেয়ারম্যান গন্ডা ইউনিয়ন আ.লীগের সভাপতি সনজু মিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রথম শ্রেণির ঠিকাদার মো. রিয়াজ উদ্দিন কেন্দুয়া থানায় এ অভিযোগ করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, ইসতিয়াক উসমান তালুকদার লাইসেন্সের নামে ভাটলাড়া বেলাটীতে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন ওই ঠিকাদার। ব্রিজ নির্মাণে ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে তার কাছে গন্ডা ইউনিয়ন চেয়ারম্যান, অনিল মাষ্টারের পুত্র বিপ্লবসহ অন্যরা ২লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ব্রিজের কাজে সেন্টারিং উদ্বৃত্ত মালামাল ও ট্রলি আটক করে। অভিযোগকারী ঠিকাদার রিয়াজ উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ কোন মামলা নিচ্ছেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।