নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ বাছাইপর্বের দোড়গোড়ায় এসে আরও একবার চোটের আঘাতে মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন। অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন লিভারপুল তারকা। গতপরশু ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে আলিসনের চোট পাওয়ার খবরটি জানানো হয়। কতদিন তাকে বাইরে থাকতে হতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের কথায় ধারণা করা হচ্ছে, চোট বেশ গুরুতর। শিগগিরই তাকে পাওয়ার আশা করছে না তার দল। ফলে স্বাভাভিকভাবেই বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে ব্রাজিল যে তাকে পাচ্ছে না, তা নিশ্চিত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে আলিসনকে। এ বিষয়ে ব্রাজিল দলের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চার দিন পর পেরুর মাঠে খেলবে তিতের দল। প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচ দুটি হওয়ার কথা ছিল গত মার্চে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে দুই দফায় সূচি স্থগিত হয়। মার্চে খেলা হলেও আলিসনকে পেত না ব্রাজিল; তখনও চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।