মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির কোভিড পজিটিভ থাকায় এবং তার সংস্পর্শে আসায় দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এখন কোয়ারেন্টিনে রয়েছেন।নিজেই সোমবার কোয়ারেন্টিনে থাকার কথা নিশ্চিত করেছেন তিনি। আর আগামী ১৪ দিন তিনি কোয়ারেন্টিনে থাকবেন। -রয়টার্স
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তার শরীরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবু অতিরিক্ত সতর্কতার জন্য তিনি ১৪ দিন সেলফ কোয়ারেন্টিনেই থাকছেন। তিনি বলেন, শনিবার তিনি ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ওই মন্ত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জুলকিফলির করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি কোয়ারেন্টিনে আছেন। ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, মালয়েশিয়ায় এ পর্যন্ত ১২ হাজার ৮১৩ জনের শরীওে কোভিড শনাক্ত হয়েছে। মারা গেছে ১৩৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।