Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবায়দুল করিমের রোগমুক্তির জন্য মোহামেডানের মিলাদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৮:১৭ পিএম

বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, বরেন্য ক্রীড়া সংগঠক এবং ক্লাবের সাবেক সভাপতি মো. ওবায়দুল করিমের রোগমুক্তির জন্য কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার সকাল ১০ টায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী কুরআন খতম। এরপর বাদ আছর ওবায়দুল করিমের আশুরোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ক্লাবের পরিচালক মোস্তফা কামাল, স্থায়ী সদস্য রেজাউর রহমান সোহাগ ছাড়াও অন্যান্য স্থায়ী সদস্য ও খেলোয়াড় যারা অসুস্থ রয়েছেন তাদের রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়। সাম্প্রতি মোহামেডান ক্লাবের যেসব কর্মকর্তারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে আব্দুল মোনেম লিমিটিডের চেয়ারম্যান মরহুম আব্দুল মোনেম (সাবেক সভাপতি), মাহমুদুল হাসান আলাল (স্থায়ী সদস্য), স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় মরহুম নওশেরুজ্জামান এবং লুৎফর রহমান। এছাড়াও এস.এম. সালাউদ্দিন আহম্মেদ, নুরুল হক মানিক ও মোস্তফা মহসীন মন্টু (সাবেক ফুটবল খেলোয়াড়) এবং এ.এস.এম. ফারুক (সাবেক ক্রিকেটার) ও এহতেশাম সুলতান (সাবেক হকি খেলোয়াড়) সহ মৃত্যুবরণকারী অন্যান্য স্থায়ী সদস্য ও খেলোয়াড়দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ