নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তিন মাসের জন্যই দায়িত্ব পেয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কর্মকর্তারা। অথচ দায়িত্বগ্রহণ করে ফেডারেশনের সভাপতি সাবেক তথ্য সচিব আবদুল মালেক বলেছেন, ‘আমরা আগামী তিন মাসের পরিকল্পনা সাজিয়েছি!’ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১ সেপ্টেম্বর। মেয়াদ শেষে নতুন নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ফেডারেশনের ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে অ্যাডহক কমিটির নির্বাচনী কার্যক্রম হাতে নেয়ার কথা থাকলেও তারা সাজিয়েছে তিন মাসের পরিকল্পনা! এতে ব্যাডমিন্টনবোদ্ধাদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি দীর্ঘ সময়ের জন্য অ্যাডহক কমিটি এসেছে?
এনএসসির অ্যাডহক কমিটি ঘোষণার আট দিন পর ৪ অক্টোবর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামস্থ ফেডারেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। মেয়াদ শেষ হওয়া নির্বাচিত কমিটির সভাপতি আবদুল মালেক অ্যাডহক কমিটিতে ফের একই পদে দায়িত্ব পেয়ে ফেডােেরশনের কার্যক্রমকে বেগবান করার ঘোষণা দেন। তিনি বলেন,‘আগামী তিন মাসের পরিকল্পনা সাজানো ছাড়াও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করবো আমরা। শুধু তাই নয়, বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাডমিন্টনের অবস্থার উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা করবো। সেরকম পরিকল্পনা রয়েছে আমাদের।’
সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার বলেন, ‘ নতুন কমিটির সবাই ডায়নামিক। আমাদের দেশের ব্যাডমিন্টন অনেক পিছিয়ে। যেখানে ভারত এগিয়ে গেছে। তাই কমিটির সবাই মিলে চেষ্টা করবো যাতে আমাদের ব্যাডমিন্টন এগিয়ে যায়।’ তিনি আরো বলেন, ‘আমাদেরকে তৃণমূলে নজর দিতে হবে। পাড়া-মহল্লা এবং জেলা থেকে শাটলারদের খুঁজে বের করে আনতে হবে। তারপর তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় এনে বিশ্বমানের শাটলারে রুপান্তর করতে হবে।’ সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি আমির হোসেন বাহার বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা সবাই জানেন। তাছাড়া আমরা জানতে পেরেছি, আগে এই ফেডারেশন থেকে বিদেশে মানব পাচার হয়েছে। ব্যাডমিন্টন এশিয়ার বদৌলতে সেই নামগুলো উদ্ধার হয়েছে। আশাকরি আমাদের সভাপতি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।