Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনে হচ্ছে নিজের বাড়িতে ফিরে যাচ্ছি-আলীরাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

এক সময় বিটিভিতে নিয়মিত অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা আলীরাজ। তার অভিনীত অনেক নাটক ও ধারাবাহিক দর্শকপ্রিয়তা পেয়েছে। তারপর চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যাওয়ায় বিটিভিতে অভিনয় করা হয়নি। সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন বুলুর হাত ধরে বিটিভির নাটকে তার যাত্রা শুরু হয়েছিল। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙ্গনের শব্দ শুনি’ নাটকে আলীরাজ প্রথম অভিনয় করেন। তখন তিনি একটি প্রাইভেট কোম্পানীতে জেনালের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জের ছেলে আলীরাজ সেখানেই পড়াশুনা শেষ করে ঢাকাতে এসে চাকরী করতেন। ‘ভাঙ্গনের শব্দ শুনি’ নাটকের পর আলীরাজ ‘নায়ক’, ‘রুমঝুম’,‘ অক্টোপাস’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। তবে বরকত উল্যাহ প্রযোজিত ‘ঢাকায় থাকি’ নাটকটিতে মাহমুদ চরিত্রে অভিনয় করে সেই সময় ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এই নাটকে অভিনয় করেছিলেন গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান। তিনি আলীরাজকে সিনেমা করার প্রস্তাব দেন। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘সৎ ভাই’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। নায়করাজই তার ডব্লিউ আনোয়ার নাম পরিবর্তন করে নাম রাখেন আলীরাজ। দীর্ঘ তিন যুগ আগে ‘ঢাকায় থাকি’ ধারাবাহিক নাটকেই ছিলো বাংলাদেশ টেলিভিশনে আলীরাজ অভিনীত সর্বশেষ নাটক। পরবর্তীতে বিটিভির আর কোন নাটকেই আলীরাজের অভিনয় করা হয়ে উঠেনি। তিন যুগ পর আলীরাজ ‘পিছুটান’ নামে বিটিভির একটি ধারাবাহিকে অভিনয় করছেন। জাহিদ হাসানের নির্দেশনায় তিনি এই ধারাবাহিকে অভিনয় করবেন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। নাটকটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। দীর্ঘ ৩৬ বছর বিটিভির নাটকে অভিনয় করা প্রসঙ্গে আলীরাজ বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশের নয়। এত বছর পর আমি বিটিভিতে যাচ্ছি। মনে হচ্ছে, আমার নিজের বাড়িতে ফিরে যাচ্ছি, নিজের মানুষগুলোর কাছে ফিরে যাচ্ছি। কেমন একটা অনুভূতি কাজ করছে, যা বলে বুঝাতে পারবো না। আবেগাপ্লুত হয়ে পড়ছি। বিটিভির সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছে। মনে পড়ছে, চলে যাওয়া অনেকের কথা। মনে পড়ছে, নায়করাজ রাজ্জাক ভাইয়ের কথা। তিনিই আমাকে পরবর্তীতে আমার চলচ্চিত্রের জীবন গড়ে দিয়েছেন। আমার এই জীবন নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে সুন্দর ও পরিপূর্ণ এক জীবন দিয়েছেন। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে।’ আলীরাজ অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আলীরাজ অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়ত’, ‘সহযাত্রী’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘দুর্নাম’,‘দংশন’,‘কৈফিয়ত’, ‘সম্মান’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা-আলীরাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ