Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ এসোসিয়েশনের নেতৃত্বে ডি এ তায়েব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

বাংলাদেশ পুলিশের বৃহত্তর সংগঠন পুলিশ এসোসিয়েশনের ২০২০-২১ সালের কমিটিতে হাউজের শতভাগ সমর্থন নিয়ে এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব। দুই লাখ সদস্যের এই বৃহৎ সংগঠনটির সভাপতি বি এম ফরমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। নির্বাচনী অনুষ্ঠানটির তত্ত্ববাবধানে ছিলেন ইন্সপেক্টর ভক্ত, ইন্সপেক্টর আলতাফ, এস আই মনছুর মানিক। ডি এ তায়েব বলেন, আমি একজন পুলিশ বাহিনীর সদস্য। এটা আমার গর্ব ও গৌরবের জায়গা। সংগঠনের দুই লাখ সদস্য আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই। তারা আমরা ওপর আস্থা রেখেছেন। তাদের সেবা এবং স্বার্থ রক্ষার মধ্য দিয়ে এই আস্থার প্রতিদান দিতে আমি বদ্ধপরিকর। আমি সকলের সহযোগিতা চাই। উল্লেখ্য, ডি এ তায়েব বর্তমানে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভিন্ন ধারার সিনেমা করে ইতোমধ্যে তিনি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি নির্মাতারাও তার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। কারণ, তার সিনেমায় বিনোদনের পাশাপাশি মানুষের কল্যাণে শিক্ষণীয় মেসেজ থাকে। সম্প্রতি তিনি শেষ করেছেন ডায়েল রহমান পরিচালিত ইশা খাঁ চলচ্চিত্রের কাজ। এতে ডি এ তায়েব ঈশা খাঁ চরিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে সিনেমাটির প্রাথমিক পোস্টার উন্মুক্ত করা হয়েছে। এতে ডি এ তায়েবকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সত্যিকারের ঈশা খাঁ হয়ে তিনি দর্শক মন জয় করতে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ