Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রথীন্দ্রনাথ রায়ের আগুনের জুতো’র রক ভার্সন প্রকাশিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

দীর্ঘ বিরতির পর বিশিষ্ট সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’ শিরোনামের একটি গান প্রকাশিত হয় গত জুলাই মাসে। গীতিকার, সুরকার ও শিল্পী আমিরুল মোমেনীন মানিকের কথায় গানটির সুরারোপ করেছিলেন সুফি হাবিব মোস্তফা। সম্প্রতী গানটির রক ভার্সন প্রকাশিত হয়েছে। ‘ডুবি ডুবি তবু, অযুত সাহসে, উজানে সাঁতার কাটি, পায়ে নিয়ে আমি আগুনের জুতো বেহায়া পথিক হাঁটি, কথামালার এই গানটির সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ। গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়ের দরাজ কণ্ঠ মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তুলে। তাঁর গান শুনলে রক্তে আগুন জ¦লে, চেতনাকে শানিত করে। তাঁর মত কিংবদন্তীর কণ্ঠে আমার সুরে একটি গান হয়েছে ভাবতে ভীষণ ভাল লাগছে। এ বছরের জুলাই মাসে গানটি প্রকাশের পর শ্রোতাদের কেউ কেউ গানটির রকভার্সন করার অনুরোধ করেন। শ্রোতাদের চাওয়ার প্রতি সম্মান রেখে গানটি পুনরায় তৈরী করেছি। আশা করি, গানটি একটি ইতিহাস সৃষ্টি করবে।মানিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুনের-জুতো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ