Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রাইভ-ইন থিয়েটারে মুক্তি পেল ‘খালি পিলি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

গত শুক্রবার গুরগাঁওয়ের একটি ড্রাইভ-ইন থিয়েটারে ঈশান খাট্টার আর অনন্যা পান্ডে অভিনীত ‘খালি পিলি’মুক্তি পেয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে গত মার্চ-এপ্রিলে সব বড় পর্দার থিয়েটার বন্ধ করে দেয়া হয়। সেই হিসেবে ‘খালি পিলি’ই প্রথম হিন্দি ফিল্ম যেটি বড় পর্দায় দেখান শুরু হল। পরিচালক মকবুল খান জানিয়েছেন চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নির্মাতারা বড় পর্দা ধরার জন্য ড্রাইভ-ইন থিয়েটারে চলচ্চিত্রটি মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছে। রোমান্টিক কমেডি ধারার ফিল্মটিতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলুওয়াত আর জাকির হুসেন। “বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে জি টিম সিদ্ধান্ত নিয়েছে যেখানে দর্শক গাড়িতে বসে ফিল্ম দেখে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেরকম ড্রাইভ-ইন থিয়েটারে ফিল্মটি মুক্তি দেয়া হবে। আশা করি দর্শকরা ফিল্মটি উপভোগ করব,” পরিচালক বলেন। গুরগাঁওয়ের ড্রাইভ-ইন থিয়েটারটিতে শনিবার দুটি এবং রবিবার তিনটি শো চলেছে বলে জানা গেছে।সাধারণ স্বাস্থ্যবিধির মধ্যে স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব বজার রেখে দর্শকরা বড় পর্দায় ফিল্মটি উপভোগ করেছে। আলি আব্বাস জাফরের পৃষ্ঠপোষকতায় ‘খালি পিলি’ ২ অক্টোবর থেকে জি প্লেক্সে পে-পার-ভিউ নিয়মেও দেখান হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালি-পিলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ