মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাথরাসে দলিত নারীকে ধর্ষণ ও খুনের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যেই এবার ভারতের মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার হয়েছেন এক দলিত নারী। এ ঘটনায় ভারতে উচ্চবর্ণের হিন্দুদের হাতে নিম্ন বর্ণের হিন্দুদের অত্যাচারিত হওয়ার চিত্র আরও প্রকট হলো।
জানা গেছে, মধ্যপ্রদেশে হোশঙ্গাবাদ জেলা শহরে ৩০ বছর বয়সী এক দলিত নারীকে সাত জন পুরুষ প্রথমে অপহরণ করে ও পরে তাকে গণধর্ষণ করে। এই অপরাধে জড়িতদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, তাকে তার বাড়ি থেকে অপহরণ করে সিলভানি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে এই ব্যক্তিরা তাকে ধর্ষণ করেছিল। ওই নারীর দেয়া বক্তব্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে উত্তরপ্রদেশের হাথরাসে গনধর্ষণের ঘটনায় সমালোচিত হয়েছে যোগী সরকার। মদ্যপ্রদেশেও শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী দলটির শাসনাধীন রাজ্যগুলোতে নিম্নবর্ণের উপরে উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন ঘটনা থেকে ধারণা করা হচ্ছে। তাদের হিন্দু জাতীয়তাবাদী প্রচারণার কারনেই বর্ণবাদ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।