Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সব্বোর্চ আয়করা অভিনেত্রী হলেন সোফিয়া ভারগারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৩:৪৮ পিএম

বিশ্বের সবচেয়ে বেশী আয়করা অভিনেত্রীর মুকুট জিতে নিলেন মডেল-অভিনেত্রী সোফিয়া ভারগারা। সম্প্রতি ফোর্বস পত্রিকায় প্রকাশিত তালিকায় বলা হয়েছে, ২০২০ সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলম্বিয়ান- আমেরিকান অভিনেত্রী সোফিয়া। এক বছরে তার আয়ের পরিমাণ ৩৬৪ কোটি টাকা!

সেরা দশ জনের তালিকায় কোনও ভারতীয় অভিনেত্রীর নাম নেই। তবে শীর্ষ তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, গ্যাল গ্যাডট, মেলিসা ম্যাকার্থি, মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট, নিকোল কিডম্যান, এলেন পম্পেও, এলিজাবেথ মস ও ভিয়োলা ডেভিস। ফোর্বসে পক্ষ থেকে জানানো হয়েছে, মর্ডান ফ্যামিলি ও আমেরিকা গট ট্যালেন্ট রিয়ালিটি শো থেকেই এসেছে সোফিয়া ভারগারার মূল আয়। মর্ডান ফ্যামিলিতে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নিতেন। শোয়ের প্রতিটি এপিসোডে সাড়ে ৪ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। অন্যদিকে আমেরিকান গট ট্যালেন্ট শোয়ে প্রতিটি সিজনে প্রায় ৭৭ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিতেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মার্ভেলের ইটারনালের জন্য অ্যাঞ্জেলিনা জোলি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা। গত বছরে, স্কারলেট জনসন হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তালিকার শীর্ষে ছিলেন। তবে এবছরের তালিকায় নতুন নাম এমলি ব্লান্ট।

অন্যদিকে, ২০২০ সালের ফোর্বস পত্রিকায় প্রকাশিত তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড স্টার অক্ষয় কুমার। তবে দশজনের তালিকায় নাম নেই তিন খানের। অক্ষয় কুমারের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকারও বেশি। মূলত ব্র্যান্ড প্রোমোশন ও বিজ্ঞাপন থেকেই তার মূল আয়। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত পারিশ্রমিকের পরিমাণের হিসেবের ভিত্তিতে তালিকা প্রকাশিত হয়েছে। পুরুষদের তালিকায় শীষে রয়েছেন ডোয়েন জনসন। তারপরে রয়েছেন রেয়ন্ড রোনাল্ডস ও মার্ক হলবার্গ। অক্ষয় কুমারের স্থান ষষ্ঠ স্থানে। সূত্র: টিওআই।

 

 

 

বিশ্বের সব্বোর্চ আয়করা অভিনেত্রী হলেন সোফিয়া ভারগারা

বিশ্বের সবচেয়ে বেশী আয়করা অভিনেত্রীর মুকুট জিতে নিলেন মডেল-অভিনেত্রী সোফিয়া ভারগারা। সম্প্রতি ফোর্বস পত্রিকায় প্রকাশিত তালিকায় বলা হয়েছে, ২০২০ সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলম্বিয়ান- আমেরিকান অভিনেত্রী সোফিয়া। এক বছরে তার আয়ের পরিমাণ ৩৬৪ কোটি টাকা!

সেরা দশ জনের তালিকায় কোনও ভারতীয় অভিনেত্রীর নাম নেই। তবে শীর্ষ তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, গ্যাল গ্যাডট, মেলিসা ম্যাকার্থি, মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট, নিকোল কিডম্যান, এলেন পম্পেও, এলিজাবেথ মস ও ভিয়োলা ডেভিস। ফোর্বসে পক্ষ থেকে জানানো হয়েছে, মর্ডান ফ্যামিলি ও আমেরিকা গট ট্যালেন্ট রিয়ালিটি শো থেকেই এসেছে সোফিয়া ভারগারার মূল আয়। মর্ডান ফ্যামিলিতে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নিতেন। শোয়ের প্রতিটি এপিসোডে সাড়ে ৪ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। অন্যদিকে আমেরিকান গট ট্যালেন্ট শোয়ে প্রতিটি সিজনে প্রায় ৭৭ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিতেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মার্ভেলের ইটারনালের জন্য অ্যাঞ্জেলিনা জোলি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৩০০ কোটি টাকা। গত বছরে, স্কারলেট জনসন হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তালিকার শীর্ষে ছিলেন। তবে এবছরের তালিকায় নতুন নাম এমলি ব্লান্ট।

অন্যদিকে, ২০২০ সালের ফোর্বস পত্রিকায় প্রকাশিত তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড স্টার অক্ষয় কুমার। তবে দশজনের তালিকায় নাম নেই তিন খানের। অক্ষয় কুমারের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকারও বেশি। মূলত ব্র্যান্ড প্রোমোশন ও বিজ্ঞাপন থেকেই তার মূল আয়। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত পারিশ্রমিকের পরিমাণের হিসেবের ভিত্তিতে তালিকা প্রকাশিত হয়েছে। পুরুষদের তালিকায় শীষে রয়েছেন ডোয়েন জনসন। তারপরে রয়েছেন রেয়ন্ড রোনাল্ডস ও মার্ক হলবার্গ। অক্ষয় কুমারের স্থান ষষ্ঠ স্থানে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ