Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় গৃহবধূ কবরী বড়ুয়ার রহসয়জনক মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ২:৪৪ পিএম

উখিয়ার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের কবরী বড়ুয়া অপু নামক এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে শুনা যাচ্ছে নানা কথা। কবরী বডুয়া ওই এলাকার সন্তোষের পুত্র উপেল বডুয়ার বউ। মুক্তি নামক একটি এনজিওতে চাকরী করতেন কবরী।

রত্মাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান, তিনি শুনেছেন রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে কবরীর মৃত্যু হয়।
তবে স্থানীয়ভাবে শুনা যাচ্ছে স্বামীর বাড়িতে নির্যাতনে সে নিহত হয়। নিহত গৃহবধূ মুক্তি এনজিওতে কর্মরত ছিলেন।

একসূত্র জানিয়েছে এনজিওতে চাকরীর সুবাদে স্বামীর সাথে কবরীর প্রায় ঝগড়া হত। গত রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাতে কবরী গলায় উড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁসিতে ঝুলে আত্ম হত্যার চেষ্টা করে।

খবর পেয়ে স্বজনেরা তাকে উখিয়া সদর হাসপাতালে নিয়েগেলে কর্ত্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা কর। তার লাশ সকাল ১১ টা পর্যন্ত হাসপাতালে রয়েছে।
স্থানীয় মেম্বার পুতুল রাণীর জানান, কবরী এনজিওতে চাকরীর কারণে স্বামী স্ত্রী প্রায় ঝগড়া হত। গত রাতেও নাকি ঝগড়া হয়েছে এবং কবরীকে নির্যাতন করা হয়েছে বলে তিনি শুনেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহসয়জনক মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ