Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিডনি বিকলে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় আরা নেই। বাংলা ছবির পাশাপাশি তিনি একাধিক বলিউড ছবিতেও কাজ করেছেন। গত শুক্রবার মিষ্টি বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনির রোগ নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনি বিকল হয়েই মৃত্যু হয়েছে তার।

গত কয়েক মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন মিষ্টি মুখোপাধ্যায়। জানা গেছে, খুবই কঠোরভাবে কেটো ডায়েট করতেন অভিনেত্রী। সেটি করতে গিয়েই ধীরে ধীরে তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছিল। বেঙ্গালুরুতেই গত শনিবার মিষ্টি মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে। তার বাবা-মা এবং ভাই ছিলেন শেষকৃত্যের সময়।

বাংলা সিনেমা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন মিষ্টি মুখোপাধ্যায়। পরে তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়েছিলেন। এছাড়াও আইটেম গার্ল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ইন্ডাস্ট্রিতে। বহু ছবিতেই আইটেম নাচ করেছেন তিনি। একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।
মিষ্টি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়েছে, ‘সিনেমা ও মিউজিক ভিডিওতে নিজের কাজের দক্ষতার প্রমাণ রেখে গেছেন মিষ্টি মুখোপাধ্যায়। কেটো ডায়েটের জন্য বেঙ্গালুরুতে তার কিডনি বিকল হয়ে যায়।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া/দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ