নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য বিদায়ী সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আশা করছি বাফুফের চতুর্থ সহ-সভাপতি পদে ফের আমাকে ভোট দিয়ে আমার গত চার বছরের কাজের মূল্যায়ন করবেন কাউন্সিলররা। যেমনটা তারা ৩ অক্টোবর করেছিলেন। ওইদিন বাফুফের এবারের নির্বাচনে কাউন্সিলররা আমাকে ভোট দিয়েছিলেন বলেই আমি এখনো সহ-সভাপতি পদের লড়াইয়ে টিকে আছি।’
সদ্য সমাপ্ত বাফুফের এবারের নির্বাচনে চার সহ-সভাপতি পদের লড়াইয়ে ইতোমধ্যে বিজয়ী হয়েছেন কাজী মো. সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের তিন প্রার্থী। এরা হলেন- ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও সমন্বয় পরিষদের প্রার্থী বাফুফের আরেক বিদায়ী সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি সমান ৬৫ ভোট পাওয়ায় ফের দু’জনকে ভোটযুদ্ধে মুখোমুখী হতে হবে। কে হবেন আগামী চারবছরের জন্য বাফুফের চতুর্থ সহ-সভাপতি? এ প্রশ্নের উত্তর মিলবে ৩১ অক্টোবর। ওই দিন মতিঝিলস্থ বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে এই দু’জনের মধ্যে ভোট। পুনঃভোটের জন্য প্রস্তুত আছেন তাবিথ আউয়াল। এ প্রসঙ্গে রোববার তিনি বলেন,‘নির্বাচিত হতে আগামী ৩১ অক্টোবরের ভোটের জন্য প্রস্তুত আছি আমি। আমরা দুইজনই একসঙ্গে কাজ করেছি। আমি মনে করি, এক্ষেত্রে কাউন্সিলররা কাজের মূল্যায়নই করবেন।’
এর আগে ২০১৬ সালে বাফুফের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে জয় পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তরুণ তাবিথ আউয়াল। গত শনিবার অনুষ্ঠিত ভোটযুদ্ধেও একই পদে অন্যতম ফেবারিট ছিলেন তিনি। কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের একজনকে হটিয়ে তিনি ফের জয়ী হবেন- এ ধারণা ছিল ফুটবলবোদ্ধাদের। সম্মিলিত পরিষদের সহ-সভাপতি প্রার্থী আমিরুল ইসলাম বাবু হেরেছেন ঠিকই। তবে অল্পের জন্য ঝুলে থাকলেন তাবিথ।
কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ শীর্ষ পাঁচ পদে ইতোমধ্যে জয় পেয়েছে। আপনি নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। পুনঃভোটে আপনি কি সম্মিলিত পরিষদের সমর্থন চাইবেন? এমন প্রশ্নে তাবিথ আউয়ালের উত্তর, ‘নির্বাচনে যে ১৩৯ জন ভোটার আছেন তাদের সবার সমর্থনই চাই আমি। তারা সহযোগিতা করলেই আবার বাফুফের সহ-সভাপতি পদে নির্বাচিত হবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।