রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়ায় কলেজছাত্রী সামিয়া ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার ডহরপাড়া গ্রামে তাদের বাড়ির দোতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সামিয়া ইসলাম (১৮) ডহরপাড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের মেয়ে ও ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। স্বামী সহিদুল ইসলামের মৃত্যুর পর সামিয়ার মা শিখা ইসলাম সন্তানদের নিয়ে ওই ভবনের দোতলায় বসবাস করে আসছেন। ভাই সায়েম খন্দকার বলেন, ছোট দক্ষিণপাড়া গ্রামের মহিলা মেম্বার স্বপ্না আক্তার মিনির সাথে আমাদের পুরানবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শনিবার দুপুরে সামিয়াকে একা বাসায় রেখে আমরা ছোট দক্ষিণপাড়া গ্রামে গেলে মিনি মেম্বারের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে সাহিন হাজরা, রুনু আক্তার, তুহিন হাওলাদার ও মিনারা বেগমকে আহত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে থানায় অভিযোগ করে বাড়ি ফিরে সামিয়ার ঝুলন্ত লাশ দেখতে পাই। আমাদের ধারণা পারিবারিক বিরোধের জের ধরে মিনি মেম্বারের লোকজন সামিয়াকে বাসায় একা পেয়ে তাকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।
আমতলী ইউপি সদস্য স্বপ্না আক্তার এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে। হত্যা বা আত্মহত্যার ব্যাপারে আমরা কিছুই জানি না। কোটালিপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।