Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভুয়া চিকিৎসাকের হাতে শিশুর মৃত্যু চিকিৎসক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভুয়া চিকিৎসক দ্বারা অপরেশনের সময় নাসরিন আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় ভুয়া চিকিৎসকে আটক করেছে পুলিশ। নাসিরনগর উপজেলার মেঘনা মেডিকেল সেন্টারে এঘটনা ঘটে। নিহত শিশুর বাড়ি উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে। সে ঐ গ্রামের আংঙ্গুর আলীর মেয়ে। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, কিছুদিন আগে পায়ের হাড়ভাঙার অপরেশন করা হয়েছিল। সে সময় ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য পায়ে রড সংযুক্ত করা হয়েছিল। গত শনিবার বিকেলে পুনরায় রডটি খুলতে গিয়ে মেঘনা মেডিকেল সেন্টারের অপরেশন থিয়েটারে নিয়ে যায়। এসময় ভুয়া চিকিৎসক শিশুটিকে চিকিৎসা করার সময় তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ওসি এটিএম আরিছুল হক জানান, ভুয়া চিকিৎসকের হাতে নাসরিন আক্তারের মৃত্যু হয়েছে। এঘটনায় ভুয়া চিকিৎসক নজরুল হোসেনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক-আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ