Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৮ এএম

গণভোট
ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় বারের মতো গণভোট হচ্ছে নিউ ক্যালেডোনিয়াতে। দু’বছর আগে একবার এমন ভোট হয়েছিল। সে সময় শতকরা প্রায় ৫৭ ভাগ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছিলেন। ফলে স্বাধীনতার সেই উদ্যোগ ভেস্তে যায়। এরপর রোববার দ্বিতীয়বার গণভোট হয়। যদি এবারও ভোটে স্বাধীনতার দাবি প্রত্যাখ্যাত হয় তাহলে তৃতীয়বার গণভোট হতে পারে ২০২২ সালে। ওই ভ‚-খÐে বসবাস করে দুই লাখ ৭৩ হাজার মানুষ। যদি তারা স্বাধীনতাকে বেছে নেয় তাহলে ফ্রান্সের কাছ থেকে যে ভর্তুকি পায় তারা তার ইতি ঘটবে। অনলাইন আল-জাজিরা।


সফর সংক্ষিপ্ত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চলতি সপ্তাহের এশিয়া সফর সংক্ষিপ্ত করবেন। পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র শনিবার বলেছেন, পম্পেও জাপান সফর করবেন তবে দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফরের পরিকল্পনা বাতিল করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার পর ওয়াশিংটনের কাছে একটি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। এরপরেই পম্পেও’র সফরস‚চিতে এই পরিবর্তন আনা হয়। মুখপাত্র মরগান ওর্তাগাস এক বিবৃতিতে বলেন, তিনি অস্ট্রেলিয়া,ভারত ও জাপানের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক করবেন। রয়টার্স।


ভানুয়াতুতে ভ‚মিকম্প
ভানুয়াতুর তোরবা প্রদেশের সোলা শহর থেকে ১৯৫ কিলোমিটার উত্তর পশ্চিমে রবিবার গ্রীনিচ মান সময় ০৩৩৫ টায় ৫.২ মাত্রার ভ‚মিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ভ‚মিকম্পের কেন্দ্রস্থল ছিল ১২.৪৩০৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৬৬.৫১৫৫ ডিগ্রি প‚র্ব দ্রাঘিমাংশ এবং উৎপত্তিস্থল ছিল ভ‚গর্ভের ১০৭.৮৪ কিলোমিটার গভীরে। তবে ওই ভ‚মিকম্পে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। রয়টার্স।


চীনে নিহত ৬
চীনের উত্তর-প‚র্বাঞ্চলীয় জিলিন প্রদেশে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এ খবর জানায়। স‚ত্র জানায়, রোববার ভোরে জিলিন প্রদেশের ফুয়ো নগরীর কাছে শিকিয়াও গ্রামে একই দিক থেকে আসা একটি মিনিভ্যান ও ট্রাক্টর অপরদিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ