Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানভীর তারেক-এর রাতাড্ডায় খালেদ মুহিউদ্দীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৮ এএম

তানভীর তারেক-এর রাতাড্ডায় এবারের অতিথি বরেণ্য সংবাদব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন। প্রতি সোমবার জাগো এফএম ৯৪.৪ এ তানভীর তারেক এর গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচার হয় রাতাড্ডা উইথ তানভীর। টানা ৩ বছর অনুষ্ঠানটি সরাসরি দর্শক শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। করোনাকালীন সংকটে ৫ মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে এর দ্বিতীয় সিজন। তানভীর তারেক বলেন, আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থাপনার কাজটি করি তাদের কাছে খালেদ মুহিউদ্দীন একজন আইকন। যার ভাবনা, বাচনভঙ্গি, উপস্থাপনার ধরণ আমরা ফলো করি। অনেকদিন ধরেই প্রিয় এই মানুষটিকে নিয়ে আড্ডার পরিকল্পনা করছি। কিন্তু তার ব্যস্ততার কারণে সময় সুযোগ হয়ে উঠছিল না। ৫ অক্টোবর সোমবার রাতাড্ডায় তার এই বিস্তৃত গণমাধ্যম নিয়ে ভাবনা, দিকনির্দেশনা বা আগামীর প্রত্যাশা কিংবা আশঙ্কার কথা শুনব। পাশাপাশি তার ব্যক্তিজীবনের কিছু গল্প শুনতে চাইব। আশা করছি, রাতাড্ডা একটি বিশেষ এপিসোড হবে এই পর্বটি। খালেদ মুহিউদ্দীন বলেন, তানভীর তারেক মিডিয়া অঙ্গনে খুবই পরিচিত। এই মাহমারিকালে আমাদের মধ্যে বেশ কয়েকবার ভার্চুয়ালি কথা হয়েছে। কিন্তু আড্ডার সময় দিতে পারিনি। তাকে বলেছিলাম, আপনি গ্ল্যামার জগতের যত জনপ্রিয় মানুষকে আনেন; তাতে আমার-আপনার আড্ডা কী কেউ শুনবে বা দেখবে? পরে আমার প্রতি তার অনুরাগ দেখে অবাকই হয়েছি। অবশেষে তার জনপ্রিয় একটি অনুষ্ঠানে আড্ডা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ভালো একটা সময় কাটবে। উল্লেখ্য, খালেদ মুহিউদ্দীন বর্তমানে জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাতাড্ডা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ