মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অসুস্থ ট্রাম্পের মৃত্যু কামনা করলে টুইটারের পক্ষ থেকে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে।এ ঘোষণা গতকাল দেয় টুইটার কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয়, শাস্তি হিসেবে অভিযুক্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করবে টুইটার। -ভার্জ নিউজ, দ্য সান
টুইটারের একজন মুখপাত্র দ্য সানকে বলেছেন, যে সব কনটেন্টে গুরুতর রোগীদের মৃত্যু কামনা করা হয়, তা আমরা কখনোই সমর্থন করি না। কিছু বিষয় বিবেচনা করে এসব পোস্ট বাতিল করা হয়। প্রয়োজনে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে। ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে আছেন। টুইটারে তিনি করোনা পজিটিভের খবর দেয়ার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার সুস্থতার প্রার্থনা করেন, কেউ আবার মৃত্যু চান! হাসপাতালে যাওয়ার আগে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি ভালো আছি। কিন্তু সবকিছু যেন ঠিক থাকে, সেটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি। ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর রেমডিসিভির ওষুধ নিয়েছেন। তিনি জানান, ওষুধ নেয়ার আগে তার শ্বাসকষ্ট হচ্ছিল। এখন ভালো আছেন। ফার্স্ট লেডিও ভালো আছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।