Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও আইনস্টাইনের আপেক্ষিত তত্বের প্রমাণ মিললো ব্ল্যাকহোলের ছবিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৮:১০ পিএম

আবারও আইনস্টাইনের আপেক্ষিত তত্বের প্রমাণ মিললো ব্ল্যাকহোলের ছবিতে। বিজ্ঞানীদের দাবি, ২০১৯ সালে তোলা ছবিটির কারণে আইনস্টাইনের বিখ্যাত থিউরিটিকে ভুল প্রমাণ করা এখন ৫০০ গুন বেশি কঠিন হয়ে পড়েছে। জার্মান বিজ্ঞানীর মহাকর্ষ মহাকাশীয় সময় এবং বস্তুকে সংকুচিত করে, এই তত্ত্ব। শতবর্ষ ধরে মহাকাশীয় আবিস্কারে প্রধানতম সহায়কের ভুমিকা পালন করে আসছে এটি। -স্পেস, সিএনএন

ইভেন্ট হোরাইজন টেলিস্কোপ কোলাবোরেশনের গবেষকরা বলছেন, যেই দলটি গত বছর এম৮৭ গ্যালাক্সির কেন্দ্রীয় কৃষ্ণগহবরের ছবিটি তুলেছিলো, তারা এই গহবরের ‘ছায়ার’ বিশ্লেষণ করেছে। সাধারণ বিচারে কৃষ্ণগহ্বর ছায়া তৈরি করে না। কারণ,তারা এমন বস্তু নয়, যা নিজেকে ভেদ করে আলোকে অতিক্রম করতে বাঁধা দেয়। এর বদলে একটু ভিন্নভাবে ব্ল্যাকহোল আলোর বিচ্ছুরণ ঘট্য়, ফলে প্রায় ছায়া আক্রতির দৃম্যমান অনুভূতির জন্ম হয়। কৃষ্ণগহ্বর নিজের দিকে আলোক কনা টেনে নেয়। কিন্তু আলো যেহেতু বিলিন হবার মতো শক্তি নয়, তাই খুব সম্ভবত আলো ভিন্ন কোনো দিগন্তে উন্মোচিত হয়। কৃষ্ণগহবরগুলোতে অস্বাভাবিক মাধ্যাকর্ষণ থাকায়, এটি ম্যাগনেফায়ার হিসেবে কাজ করে নিজের ছায়াকে অনেক বড় দেখায়। এখান থেকেই আসলে প্রমান মিলছে আইনস্টাইন কখনও ব্লাকহোলের ছবি না দেখলেও তিনি সঠিক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ