মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডায় প্রিয়জন থাকলে প্রবেশে শিথিলতার খবর পাওয়া গেছে।দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই সীমান্তে কড়াকড়ি শিথিল করা হচ্ছে। নভেল করোনাভাইরাস অতি মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। সম্প্রতি নিষেধাজ্ঞা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে প্রিয়জনদের দূরে রাখা উচিত নয়। -এএফপি
মার্কো মেন্ডিসিনো বলেন, আমরা কঠিন সময় পার করছি। এ সময় প্রিয় মানুষকে পাশে রেখে সর্বোত্তমভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। দেশে প্রবেশ করলেই ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। তাদের সন্তান, দাদাদাদি বা ভাইবোন ও কমপক্ষে এক বছর কানাডার কারও সঙ্গে প্রেম রয়েছে- এমন প্রেমিক, প্রেমিকা ৮ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশ করতে পারবেন। গুরুতর অসুস্থ ও মৃত্যুঝুঁকিতে থাকা রোগীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয়ের অনুমতি থাকা শিক্ষার্থীরাও ২০ অক্টোবর থেকে প্রবেশ করতে পারবেন। লকডাউন ভেঙ্গে কিছুদিন আগে এক মার্কিন নাগরিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে কানাডা যান। তাকে জরিমানা এবং দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।