প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ক্লাসিক রক ব্যান্ড এসি/ডিসি রিইউনিয়নের ঘোষণা দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক বছরে ত্যাগকারী তিন সদস্যকে নিয়ে নতুন করে এই যাত্রা শুরু করবে তারা। এক ইনস্টাগ্রাম পোস্ট থেকে এই তথ্য জানা গেছে। ভোকালিস্ট ব্রায়ান জনসন, বেসিস্ট ক্লিফ উইলিয়ামস এবং ড্রামার ফিল রাড গত কয়েক বছরে এসি/ডিসি ছেড়ে যান। মূল গায়ক বন স্কটের মৃত্যুর পর ১৯৮০ সাল থেকে জনসন দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন ২০১৬ সালে শ্রবণজনিত সমস্যার কারণে তিনি দল ত্যাগ করেন। উইলিয়ামস ২০১৭তে অবসরের ঘোষণা দেন। রাড ১৯৭৫ থেকে ১৯৮৩ পর্যন্ত ব্যান্ডে পারফর্ম করেন ১৯৯৪তে আবার যোগ দেন এবং ২০১৫ সালে মাদক রাখা এবং ব্যক্তিগত সহকারীকে হত্যার হুমকি দেবার অভিযোগে গৃহবন্দী থাকার দন্ড লাভ করেন। তার স্থলাভিষিক্ত হন প্রাক্তন এসি/ডিসি ড্রামার ক্রিস লােড। উপরোল্লিখিত তিনজন চাচা–ভাতিজা গিটারিস্ট অ্যাঙ্গাস ইয়াং এবং স্টিভি ইয়াংয়ের সঙ্গে যোগ দেবেন। ২০১৪তে আরেক চাচা ম্যালকম স্মৃতিভ্রংশ হয়ে ব্যান্ডত্যাগে বাধ্য হলে স্টিভি যোগ দেন। ম্যালকম ২০১৭তে মৃত্যুবরণ করেন। ইনস্টাগ্রাম পোস্টে আভাস দেয়া হয় নতুন অ্যালবাম ও ট্যুরের টাইটেল হবে ‘পাওয়ার আপ’। এসি/ডিসি’র শেষ অ্যালবাম ‘রক অর বাস্ট’ মুক্তি পায় ২০১৪তে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।