Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট পর্দায় রেখার অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৬ এএম

‘সিলসিলা’ (১৯৮১), ‘খুবসুরত’ (১৯৮০), ‘উমরাও জান’ (১৯৮১) চলচ্চিত্রগুলো দিয়ে যে অভিনেত্রী দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সেই রেখা এবার আবির্ভূত হয়েছেন ছোট পর্দায়। ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেঁ’ ধারাবাহিকের সম্প্রতিক প্রোমোতে এই কালোত্তীর্ণ সুন্দরীকে দেখা গেছে। স্টার প্লাসের ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেঁ’র প্রোমোতে দেখান হয়েছে রেখা ব্যাকগ্রাউন্ডে একটি কাহিনী বর্ণনা করছেন। তিনি বসে আছেন কাঠের একটি দোলনায়, ঠোঁট মেলাচ্ছেন একটি গানের সঙ্গে। ‘সিলসিলা’ অভিনেত্রীটির পরিধানে ছিল তার চিরাচরিত কাঞ্জিভরম শাড়ি। ঠোঁটে উজ্জ্বল লাল রঙ আর মানানসই অলঙ্কার তো নজর কাড়ার মত। ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেঁ’ সিরিয়ালটির কাহিনী একজন পুলিশ কর্মকর্তার। প্রোমো দেখে আভাস পাওয়া যায় কেন্দ্রীয় চরিত্রকে ঘিরে এটি একটি ত্রিভুজ প্রেমের গল্প। ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মেঁ’ সিরিয়ালের প্রধান কয়েকটি ভূমিকায় অভিনয় করছেন- নীল ভাট, আয়েশা সিং এবং ঐশ্বর্য শর্মা। সিরিয়ালটির প্রিমিয়ার হবে ৫ অক্টোবর। স্টার প্লাসে ভারতীয় সময় ৮টায় এটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেখার-অভিষেক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ