মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমধ্যসাগর নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা প্রশমনে ন্যাটো সেক্রেটারি জেনারেল স্টোলেনবার্গ আগামী সোমবার (৫ অক্টোবর) তুরস্ক সফরে যাচ্ছেন। স্টোলেনবার্গ তার সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগলোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া দেশটির সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে। খবর ডেইলি সাবাহর।
এরপর ন্যাটো প্রধান যাবেন গ্রিসে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কাইরিয়াকস মিটসোটাকিসের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই দিন তিনি দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন।
প্রসঙ্গত, পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসসমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠানোর পর গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। ভূমধ্যসাগরের তুর্কি এবং তুর্কি সাইপ্রাস অংশে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।
এ নিয়ে বিতর্কিত এলাকায় তুরস্ক ও গ্রিস পাল্টাপাল্টি নৌ-মহড়ার আয়োজন করে। দু’দেশের এই উত্তেজনার মধ্যে গ্রিসের সমর্থনে ওই এলাকায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠায় ফ্রান্স। টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।