Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্মেনিয়ানদের অস্ত্রভাণ্ডার প্রায় ধ্বংস, বিধ্বস্ত কারাবাখের মূল শহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৭:০৩ পিএম

গত ২৭ সেপ্টেম্বর রবিবার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাত টানা সপ্তম দিনে পৌঁছেছে। প্রতিবেশি দু’দেশের মধ্যে চলা এই তুমুল রক্তক্ষয়ী যুদ্ধে ক্রমশ এগিয়ে যাচ্ছে আজারবাইজান। একের পর এক ধ্বংস করেছে আর্মেনীয় সেনাদের অস্ত্র ভাণ্ডার। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় শত্রুপক্ষের বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে বলে জানিয়েছে। এখন পর্যন্ত তারা অন্যান্য সাঁজোয়া যানসহ অন্তত ২৩০টি ট্যাংক উড়িয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।
এছাড়াও আর্মেনীয় বাহিনীর ২৫০টি আর্টিলারি, রকেট লঞ্চার সিস্টেম ও মর্টার ধ্বংস করতে পেরেছে আজারবাইজানের সেনাবাহিনী। শত্রুপক্ষের ৩৮টি এয়ার ডিফেন্স সিস্টেম, ১০টি কমান্ড কন্ট্রোল অবজারবেশন ভেন্যু গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। আর্মেনিয়ার ৭ টি অস্ত্রভাণ্ডারসহ আজেরি বাহিনী একটি এস-৩০০ এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং অন্তত ১৩০টি সেনা গাড়ি ধ্বংসের খবর প্রকাশ করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে বিতর্কিত নাগোরনো-কারাবাখের মূল শহরে আজারবাইজান গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। গতকাল শুক্রবার (২ অক্টোবর) দিনভর বিক্ষিপ্ত গোলাবর্ষণের পর রাতে কারাবাখের প্রধান শহর স্টেপানাকার্টে ভারী বোমা বর্ষণ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র চলে যান। কেউ কেউ শহর ছেড়ে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত ভয়াবহ এ যুদ্ধে দুই শতাধিক নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। আর্মেনিয়া বলছে, স্টেপানাকার্টের বহু লোককে আহত করেছে আজারবাইজানি বাহিনী। যদিও স্থানীয়রা আতঙ্কিত নন বলে দাবি করেন।
পাল্টা হামলার অঙ্গীকার ব্যক্ত করে বিচ্ছিন্নতাবাদী সরকার বলছে, আর্মেনিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষায় নির্মিত একটি সেতু ধ্বংস করে দিয়েছে আজারবাইজান।
আজারবাইজানের অভিযোগ, আর্মেনীয় বাহিনী আমাদের শহর টারটারে হামলা চালিয়েছে। শুক্রবার দুই হাজারের বেশি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরটসরুন হোভানিসিয়ান বলেন, তাদের বাহিনী প্রায় সাড়ে ৫০০ আজারবাইজানি সেনাকে হত্যা করেছে গত ২৪ ঘণ্টায়। যদিও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্মেনিয়া আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও আজারবাইজানকে এ ব্যাপারে খুব একটা আগ্রাহী দেখা যাচ্ছে না। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ