মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান সরকার দেশে ড্রোন ও অন্যান্য দূরনিয়ন্ত্রিত এয়ারক্রাফট তৈরি, কেনা ও ব্যবহার বিষয়ে নীতি প্রণয়ন করতে যাচ্ছে। সরকারের বিমান চলাচল বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী গোলাম সারোয়ার খান সোমবার আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (ড্রোন) বিষয়ক খসড়া নীতিমালা চূড়ান্ত করার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী বৈঠকে জানান যে, দূর নিয়ন্ত্রিত এয়ারক্রাফট সিস্টেম ব্যবহার বেড়ে যাওয়ায় এর ব্যবহার বিধিবদ্ধ করার জন্য নীতি প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। বৈঠকে অংশগ্রহণকারীদের এক পক্ষকালের মধ্যে ফিডব্যাক দিতে বলা হয়েছে। খসড়া আইনে ড্রোনের বেসামরিক ব্যবহারের বিষয়টিও রয়েছে। সরকারি কাজে ব্যবহার করা ড্রোনগুলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (পিসিএএ) কাছে নিবন্ধন করতে হবে। খসড়ায় ড্রোন তৈরি, আমদানি, কেনা, ব্যবহার, লাইসেন্স করা, নিরাপত্তা অনাপত্তি, বিধান ও রফতানির বিষয়গুলো রয়েছে। খসড়া নীতিতে ওজন বহন ক্ষমতা অনুযায়ী ড্রোনকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন ২৫০ গ্রামের কম থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০ কেজির বেশি ভার রয়েছে। শ্রেণী অনুযায়ী বিধানও আলাদা।
নীতিতে দেখা যায়, নতুন আইন ব্যক্তি, কোম্পানি, বেসরকারি সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, বিদেশী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ড্রোন ওড়ানোর সবচেয়ে কম বয়স ১৪ বছর নির্ধারণ করা হয়েছে। ১৬ বছরের বেশি বয়সী ড্রোন অপারেটরদের জন্য পিসিএএ’র নিবন্ধন প্রয়োজন হবে। সূত্র: এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।