Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে মার্চের পরে এই প্রথম করোনা আক্রান্তের সংখ্যা নামলো এক অঙ্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৫:১৪ পিএম

সিঙ্গাপুরে মার্চ মাসের পর প্রথমবারের মতো করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে। শনিবার সেখানে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন মাত্র ৬জন। নগর-রাষ্ট্রটিতে সাম্প্রতিক মাসগুলিতে প্রবাসী শ্রমিকদের বাসস্থান নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার সাথে সাথে নতুন আক্রান্তের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন করে যে ৬জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে চারজনই বহিরাগত ছিলেন। দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপরাষ্ট্রটিতে তারা ভ্রমণে গিয়েছিলেন। তাদেরকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। আক্রান্তের পাশাপাশি করোনাভাইরাসে মৃত্যুহারও সবচেয়ে কম সিঙ্গাপুরে। গত দু’মাসে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সিঙ্গাপুরে তরুণদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি বিধায় এটি মারাত্মক রূপ ধারণ করেনি বলে ধারণা করা হচ্ছে। যেখানে সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের প্রায় ৯৫ শতাংশ ২০-৩০ বসর বয়সী অভিবাসী তরুণেরা।

সিঙ্গাপুর করোনা পরীক্ষায় ট্রেসিং পদ্ধতি ব্যবহার করে। যার মাধ্যমে কোন সুস্থ মানু্ষ আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সহজে শনাক্ত করা সহজ হয়। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৯ লাখ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। যেটি সিঙ্গাপুরের ৫৭ লাখ জনসংখ্যার ১৫ শতাংশেরও বেশি, সিঙ্গাপুরের করোনা টেনস্টের হার বিশ্বের অন্যন্য দেশের হারের মধ্যে অন্যতম। ডরমেটরিতে অবস্থানরত সকল শ্রমিকদের ১৪ দিন পরপর রুটিন টেস্ট করানো হচ্ছে। বর্তমানে কোনো করোনায় আক্রান্ত রোগী আইসিইউতে নেই বলে জানানো হয়েছে। সিঙ্গাপুর করোনাভাইরাস মোকাবিলায় অসাধারণ ভূমিকা রাখার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির প্রশংসা করেছে। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ