মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখলদারি নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা-ওএসসিই’র সঙ্গে কাজ করতে চায় আর্মেনিয়া।
সীমান্ত সংঘর্ষে জড়ানোর ষষ্ঠ দিন গতকাল শুক্রবার (২ অক্টোবর) একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওএসসিইর সহ-সভাপতিত্বকারী ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে যেতে চায় তারা।
এর আগে গত বৃহস্পতিবার এই তিন দেশ নাগোরনো-কারাবাখ নিয়ে চলা সংঘাত দ্রুত নিরসনের আহ্বান জানায়। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে কয়েক দশক ধরেই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষ।
গত ২৭ সেপ্টেম্বর রবিবার নতুন করে সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। এতে ৫৪ সেনা সহ ১শ’ ৫৮ জন নিহত হয়েছে বলে দাবি আর্মেনিয়ার। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।