Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ কামাল সেতুর উদ্বোধন

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:১৬ এএম

বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অল্প সময়ের মধ্যে দেশকে উন্নত দেশ হিসেবে তৈরি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তি চায়না দেশ এগিয়ে যাক, তাই জাতির জনককে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে।
গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নে এলজিইডি’র তত্ত্বাবধানে নির্মিত শেখ কামাল সেতুর শুভউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এ কথা বলেন। মাদারীপুর এলজিডি নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ-কামাল-সেতু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ