মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, সিডিসি আশঙ্কা করছে, ৭৪ বছর বয়সী ট্রাম্পের হাসপাতালে ভর্তির ঝুঁকি একজন ২০ বছর বয়সী কোভিড রোগীর চেয়ে পাঁচগুণ বেশি। ট্রাম্পের বয়সের কারণেই সিডিসি বলছে, কোভিডে তার মৃত্যুর ঝুঁকি ৯০ গুণ বেশি। সিডিসি’র পরিসংখ্যান বলছে ৬৫ থেকে ৭৪ বছর বয়সী কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে ১৮ থেকে ২৯ বছরের কোভিড রোগির চেয়ে পাঁচ গুণ বেশি। -ডেইলি মেইল
৭০ বছরের উর্ধে এমন বয়সী প্রতি হাজার জন কোভিড রোগির মধ্যে মৃতের সংখ্যা ১১৬ অর্থাৎ মৃত্যু হার ১১.৬ শতাংশ। এর সঙ্গে মোটা কিংবা যাদের ডায়বেটিস রয়েছে তাদের মৃত্যু ঝুঁকিও বেশি। ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ২৪৪ পাউন্ড যা তাকে বেশি ওজনের ব্যক্তির পর্যায়ে ফেলেছে। ট্রাম্পের প্রাক্তন চিকিৎসক রনি জ্যাকসন ২০১৮ সালে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সামগ্রিক স্বাস্থ্য দুর্দান্ত কিন্তু চর্বিযুক্ত খাবার কম খেলে তিনি উপকৃত হবেন। সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মদ্যপান ও ধূমপান করেন না তবে তিনি ফাস্ট ফুড, স্টেক ও আইসক্রিমের ভক্ত। এসব পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পের কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া এবং তার গুরুতর লক্ষণগুলোর শিকার হওয়ার আশঙ্কা অনেক বেশি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ হেনরিক সালজে বলেন, শুধু বয়স নয় নারীদের চেয়ে কোভিডে মৃত্যুর ঝুঁকি পুরুষের দ্বিগুণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।