Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পুরুষ বেসবলে চ্যাম্পিয়ন পুলিশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৭:৫৯ পিএম

ওয়ালটন ৭ম জাতীয় পুরুষ বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৯-৪ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারিয়ে টানা চতুর্থবার শিরোপা জিতে নেয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিএইচআরও মো. কামরুজ্জামান (এইচআরএম অ্যান্ড এডমিন বিভাগ), রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল ও বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ ও রানার্সআপ আনসার দলকে ট্রফি দেওয়া হয়। এ ছাড়া চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। এবারের আসরে অংশ নেওয়া অন্য দলগুলো হলো- ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, কমিউনিটি স্পোর্টস ক্লাব, স্যান্ড এনজেল বেসবল ক্লাব, ডিসিসি বেসবল ক্লাব ও এসএসসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ