Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ভার্চুয়াল তায়কোয়ান্ডো শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৭:৫১ পিএম

বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী প্রথম বাংলাদেশ তায়কোয়ান্ডো আন্তর্জাতিক পুমসে লাইভ (ভার্চুয়াল) চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শনিবার। এতে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, স্পেন, ভারত, পাকিস্তান, নেপাল ও মালয়েশিয়াসহ প্রায় ৩০টি দেশের ১০০টি ক্লাবের ৩৫০ জন তায়কোয়ান্ডোকা। প্রতিযোগিতা হবে অনলাইনে পুমসে ইভেন্টে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ৭১ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া ও ইংল্যান্ডের আটজন বিচারক দুই শিফটে ২৪ ঘণ্টা অনলাইনে তায়কোয়ান্ডোকাদের খেলা দেখে নম্বর দেবেন। নম্বরগুলো সঙ্গে সঙ্গে ইউটিউব লাইভ স্ক্রিনে তুলে দেবেন তারা। দু’দিনের এই টুর্নামেন্টের খেলা ঢাকার মোহাম্মদপুরস্থ তায়কোয়ান্ডো ক্লাব থেকে মনিটরিং করা হবে। এ বিষয়ে তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘পুমসে তায়কোয়ান্ডোর একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ইভেন্ট। আমরা জাতীয়ভাবে এটি করি। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে অনেক কাজ হচ্ছে অনলাইনে। তাই আমরা আন্তর্জাতিকভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছি। প্রথমবারের মতো বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এমন ভার্চুয়াল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমাদের মনিটরিং কমিটির প্রধান হিসেবে কাজ করবেন ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার কোচ লি জু সাং। এ জন্য আমরা গত তিনমাস ধরে প্রস্তুতি নিয়েছি। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে বিশ্বব্যাপী প্রচারনা চালিয়ে তায়কোয়ান্দোকাদের নাম নিবন্ধন করেছি।’ প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে থাইল্যান্ডের দ্য হিরোস তায়কোয়ান্ডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ