Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৪:৫৮ পিএম

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) পরিচালক স. ম. গোলাম কিবরিয়াকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক  হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গোলাম কিবরিয়া ২ মার্চ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সাত মাসের মাথায় তাকে ডিএফপির ডিজি হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় গোলাম কিবরিয়া নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার জানান, তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে আমাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হলো। এ জন্য তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ২ মার্চ ২০২০ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্বে ছিলাম। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বর্তমান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। 

জানা গেছে, গোলাম কিবরিয়া ১৩তম বিসিএসের তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে  গোলাম কিবরিয়া জেলা তথ্য কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা  এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে  দায়িত্ব পালন করেছেন।

wWGdwci wWwR n‡jb †Mvjvg wKewiqv

÷vd wi‡cvU©vi

Pjw”PÎ I cÖKvkbv Awa`߇ii (wWGdwc) cwiPvjK m. g. †Mvjvg wKewiqv‡K cÖwZôvbwUi gnvcwiPvjK  wn‡m‡e (PjwZ `vwqZ¡) wb‡qvM w`‡q‡Q miKvi| MZKvj e„n¯úwZevi Z_¨ gš¿Yvj‡qi GK Av‡`‡k Zv‡K G `vwqZ¡ †`Iqv nq|

†Mvjvg wKewiqv 2 gvP© †_‡K wbR `vwq‡Z¡i AwZwi³ wn‡m‡e wWGdwci gnvcwiPvj‡Ki `vwqZ¡ cvjb K‡i AvmwQ‡jb| mvZ gv‡mi gv_vq Zv‡K wWGdwci wWwR wn‡m‡e (PjwZ `vwqZ¡) wb‡qvM †`Iqv nq| †mvk¨vj wgwWqvq †Mvjvg wKewiqv wb‡qv‡Mi welqwU wbwðZ K‡ib| MZKvj ïµevi Rvbvb, Z_¨ gš¿Yvj‡qi GK Av‡`‡k Avgv‡K Pjw”PÎ I cÖKvkbv Awa`߇ii (wWGdwc) gnvcwiPvjK (PjwZ `vwqZ¡) †`Iqv n‡jv| G Rb¨ Z_¨gš¿x, Z_¨ cÖwZgš¿x, Z_¨ mwPe Ges mswkøó mK‡ji cÖwZ K…ZÁZv cÖKvk KiwQ| weMZ 2 gvP© 2020 †_‡K wbR `vwq‡Z¡i AwZwi³ wn‡m‡e wWGdwci gnvcwiPvj‡Ki `vwq‡Z¡ wQjvg| wbôv I AvšÍwiKZvi mv‡_ eZ©gvb `vwqZ¡ cvj‡b mevi mn‡hvwMZv Kvgbv KiwQ|

Rvbv †M‡Q, †Mvjvg wKewiqv 13Zg wewmG‡mi Z_¨ K¨vWvi wn‡m‡e Kg©Rxeb ïiæ K‡ib| PvKwi Rxe‡b  †Mvjvg wKewiqv †Rjv Z_¨ Kg©KZ©v I wewfbœ gš¿Yvj‡qi wmwbqi Z_¨ Kg©KZ©v  Ges Dc-cÖavb Z_¨ Kg©KZ©v wn‡m‡e  `vwqZ¡ cvjb K‡i‡Qb|

 



 

Show all comments
  • Saidur Rahman Saeed ২ অক্টোবর, ২০২০, ৫:২৮ পিএম says : 0
    Many many Congratulations
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ