বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার প্রযুক্তির ছোঁয়া লেগেছে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতে সেবা দেয়ার জন্য আদালতে চালু করা হয়েছে ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে সব ধরণের তথ্য পাওয়া যাবে। সেই সাথে ওয়েবসাইটে থাকা নির্দিষ্ট একটি অপশনের সার্বিক তথ্য দিয়ে অভিযোগ দাখিল করা যাবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল আদালতের মিলনায়তনে এই ওয়েবসাইটির উদ্বোধন করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমানসহ অতিথিবৃন্দ। এসময় তিনি বলেন, ওয়েবসাইটিতে এমন কিছু অপশন রাখা হয়েছে যা উপকারে আসবে সবার। সহজে পাওয়া যাবে তথ্য। ভোগান্তি পোহাতে হবে না ভুক্তভোগিদের। মানুষ এর সুফল ভোগ করবে। কোন মামলার কবে হাজিরা, কবে সাক্ষি এসব তথ্য পাওয়া যাবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম। এসময় তিনি বলেন, মানুষের সেবা দেয়ার লক্ষ্যে এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সেবা পাওয়ার পাশাপাশি ভুক্তভোগিরা অভিযোগও দাখিল করতে পারবেন। সেই ক্ষেত্রে অভিযোগকারীর সব তথ্য গোপন থাকবে। সভাপতির বক্তব্যে মহানগর দায়রা জজ আব্দুর রহিম বলেন, এই ওয়েবসাইটটি দেখে আমি অনুপ্রেরাণিত। ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হবেন আদালতে আসা ভুক্তভোগিরা। এরকম কার্যক্রম সিলেটের অন্যান্য আদালতে চালু করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ওয়েবসাইটের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক জিয়াদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন আদালতের বিচারকদের পাশাপাশি বক্তব্য প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, জেলা প্রেসক্লাবে প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।